এক পায়ে দাঁড়িয়ে হলেও আইপিএল খেলতে চান ম্যাক্সওয়েল
এবারের ওয়ানডে বিশ্বকাপে গ্লেন ম্যাক্সওয়েল গড়েছেন একের পর এক কীর্তি। বিশ্বকাপের করেছেন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আফগানিস্তানের বিপক্ষে উপহার দিয়েছেন অবিশ্বাস্য এক ইনিংস। রীতিমত এক পায়ে ভর দিয়ে তুলে নিয়েছেন ডাবল সেঞ্চুরি। তার সেই ইনিংসে ভর দিয়েই অস্ট্রেলিয়া পায় বিশ্বকাপ জয়ের রসদ। ম্যাক্সওয়েলের সেই ইনিংসকে বিশ্বকাপ ইতিহাসের সেরা ইনিংস হিসেবেই বিবেচনা করা হচ্ছে। ম্যাক্সওয়েল এবার বললেন, এক পায়ে দাঁড়িয়ে হলেও খেলবেন আইপিএল।
আধুনিক ক্রিকেট মানেই ধুন্ধুমার ব্যাটিংয়ের প্রদর্শনী। আইপিএল তার সবচেয়ে বড় মঞ্চ। সেখানে ম্যাক্সওয়েল বরাবরই উপহার দেন দারুণ সব ইনিংস। আইপিএলে ঝড় তোলা ম্যাক্সওয়েলের ডাকনামই হয়ে গেছে ‘ম্যাড ম্যাক্স।’ ম্যাক্সওয়েলও জানিয়ে দিলেন, যতদিন দাঁড়াতে পারবেন, এক পায়ে হলেও আইপিএলে খেলে যাবেন।
ইএসপিএনক্রিকইনফোতে গতকাল বুধবারের (৬ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আগামী মৌসুমেও খেলবেন ম্যাক্সওয়েল। সেই প্রসঙ্গে অসি এই হার্ডহিটার ব্যাটার বলেন, ‘আমি যতদিন সোজা হয়ে দাঁড়াতে পারব, ততদিন আইপিএলে খেলব। এক পায়ে দাঁড়িয়ে হলেও দর্শকদের মনোরঞ্জন করে যাব। তা ছাড়া, বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের মতো তারকার সঙ্গে দুই মাস ড্রেসিংরুম শেয়ার করার লোভ সামলানো দায়। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’
ম্যাক্সওয়েল বর্তমানে ব্যস্ত আছেন বিগব্যাশ লিগ (বিবিএল) নিয়ে। অস্ট্রেলিয়ার ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিনি নেতৃত্ব দিচ্ছেন মেলবোর্ন স্টার্সকে।