সিকান্দার রাজাকে নিষেধাজ্ঞা দিলো আইসিসি
জিম্বাবুয়ে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ফ্লাডলাইটের আলোয় হওয়া ম্যাচে আয়ারল্যান্ডকে ১ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। হারারেতে তিন ম্যাচ টি–টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আইরিশদের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য শেষ বলে ছুঁয়েছে জিম্বাবুইয়ানরা। তবে, এমন ম্যাচেই কি না বিতর্কে জড়ালেন জিম্বাবুইয়ান অধিনায়ক সিকান্দার রাজা।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফারকে ব্যাট দিয়ে মারতে গিয়েছিলেন রাজা। এ ঘটনায় বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। সেই ম্যাচে আচরণবিধি ভঙ্গের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ হলেন এই ক্রিকেটার।
ঘটনার সূত্রপাত জিম্বাবুয়ের ইনিংসের ১৪তম ওভারে। রাজার সঙ্গে তখন ক্রিজে ছিলেন অভিষিক্ত ব্রায়ান বেনেট, বোলিংয়ে জশ লিটল। ওই ওভারে রাজাকে বারবার স্লেজিং করে তাঁর মনোসংযোগ নষ্টের চেষ্টা করছিলেন লিটল। প্রথম চার বল পর্যন্ত চুপচাপই ছিলেন রাজা। কিন্তু পঞ্চম বলে সিঙ্গেল নেওয়ার পথে লিটল মাঝে এসে দাঁড়ালে রেগে যান রাজা। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এ সময় সতীর্থ লিটলের হয়ে রাজার সঙ্গে তর্ক জুড়ে দিতে ছুটে আসেন ক্যাম্ফার। এতেই মেজাজ হারিয়ে ব্যাট হাতে ক্যাম্ফারের দিকে তেড়ে যান জিম্বাবুয়ের অধিনায়ক।
এই ঘটনায় রাজাকে দুই ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। এই নিয়ে গত ২৪ মাসে চারটি ডিমেরিট পয়েন্ট পেলেন এই ক্রিকেটার। ফলে নিয়মানুযায়ী দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। এছাড়া ম্যাচ ফি'র ৫০ শতাংশ অর্থও জরিমানা করা হয়েছে এই ক্রিকেটারকে। ক্যাম্ফার এবং লিটলও একটি করে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। তাদের জরিমানা করা হয়েছে ম্যাচ ফি'র ১৫ শতাংশ।