আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে ক্রিকেটের হারিয়ে যাওয়া সোনালি দিন ফিরছে না কিছুতেই। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও হারল ২-১ ব্যবধানে। সিরিজের প্রথম ম্যাচে জিতে আশা জাগিয়েছিল ফিরে আসার। কিন্তু, দ্বিতীয় ম্যাচের পর হার মানল আজ রোববার (১০ ডিসেম্বর) শেষ ম্যাচেও। হারারেতে জিম্বাবুয়েকে ছয় উইকেটে হারিয়ে ম্যাচ ও সিরিজ নিজেদের করে নিল আয়ারল্যান্ড।
আগে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪০ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৮.৪ ওভারে চার উইকেটে ১৪১ রান করে আয়ারল্যান্ড।
হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে বোলিং বেছে নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। ছয় রানে ওপেনার তিনাশে কামুকে হারায় তারা। তাকে বোল্ড করেন জস লিটল। দ্বিতীয় উইকেটে ওয়েসলি মাধেভিরে ও ব্রায়ান বেনেট মিলে ৩৭ রানের জুটি গড়েন। ১৪ রান করে মাধেভিরে আউটে হলে ভাঙে সেটি। ক্রিজে টিকতে পারেননি টনিমুয়োঙ্গাও। ছয় রান করে বোল্ড হন ক্রেগ ইয়ংয়ের বলে।
জিম্বাবুয়ের সংগ্রহ ১৪০ রান পর্যন্ত যায় অধিনায়ক রায়ান বার্লের ২৮ বলে ৩৬ রান ও ক্লাইভ মাদান্দের ২৭ বলে ২৭ রানে ভর দিয়ে। শেষ পর্যন্ত ছয় উইকেট হারিয়ে ১৪০ রান তুলতে পারে দলটি।
আইরিশদের পক্ষে দুটি করে উইকেট নেন লিটল, ডিলানি ও ইয়ং।
লক্ষ্যটা খুব বড় ছিল না। তবে, ৩৭ রানে আইরিশদের চার উইকেট ফেলে ম্যাচ জমিয়ে তোলেন জিম্বাবুয়ের বোলাররা। কিন্তু, এরপর আর ম্যাচের নিয়ন্ত্রণ রাখতে পারেনি তারা। পঞ্চম উইকেটে হ্যারি টেক্টর ও জর্জ ডকরেলের অবিচ্ছিন্ন ১০৪ রানের জুটিতে ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড।
টেক্টর ৪৫ বলে ৫৪ এবং ডকরেল অপরাজিত থাকেন ৩২ বলে ৪৯ রানে।
প্রথম ম্যাচ হেরেও তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় সফরকারী আয়ারল্যান্ড।