এবার তদন্ত কমিটির কাঠগড়ায় হাথুরুসিংহে
ভারত বিশ্বকাপে ব্যর্থতার কারণ অনুসন্ধানে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গঠন করেছে তদন্ত কমিটি, চলছে তাদের কার্যক্রম। মুস্তাফিজুর রহমান, লিটন দাস, নাসুম আহমেদদের পর এবার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন।
গতকাল রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর পাঁচ তারকা হোটেলে দেখা মিললো কমিটির সদস্য আকরাম খান ও বিসিবি প্রধান নির্বাহীর। মাসখানেকের জন্য নিউজিল্যান্ড সফরে চলে যাচ্ছে জাতীয় ক্রিকেট দল। তাই বিশ্বকাপ ব্যর্থতার কারণ অনুসন্ধান কমিটির ব্যস্ততা বেশি। হাতে সময় কম থাকায় টিম হোটেলেই হাথুরুসিংহের মুখোমুখি হন তারা।
বিশ্বকাপের সবচেয়ে আলোচিত চরিত্র হাথুরুসিংহে। তার সঙ্গে বিস্তারিত কথা বলেছে কমিটি। কোচের বিরুদ্ধে নানা অভিযোগ। সেগুলো নিয়েই হয়তো তার ভাষ্য জানতে চেয়েছে। ফিল্ডিং কোচ কোচ শন ম্যাকডারমটও ছিলেন এদিন। দেখা মিলেছে বিশ্বকাপের অভিজ্ঞ ক্যাম্পেইনার মাহমুদউল্লাহ রিয়াদেরও।
এর আগে দুই নির্বাচক ও বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে ভারতে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশারের সঙ্গে কথা বলেছে তদন্ত কমিটি। মুশফিক-মিরাজ, শান্তদের পাশাপাশি অধিনায়ক সাকিব আল হাসানের বক্তব্য নেয়া এখনও বাকি। নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করছেন তারকা এই ক্রিকেটার। নির্বাচনী ডামাডোলে সাকিবের বক্তব্য নেয়া কতটুকু সম্ভব তা নিয়েও আছে ধোঁয়াশা।