একাদশে মুস্তাফিজ, থাকতে পারেন নাসিরও
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশে ছিলেন পেসার তাসকিন আহমেদ ও বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে নিষিদ্ধ এই দুই বোলারকে ছাড়াই অস্ট্রেলিয়ার মোকাবিলায় নামতে হচ্ছে বাংলাদেশকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘স্বাভাবিক’ কারণেই দলে আজ দুটি পরিবর্তন আসছে। বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান এই ম্যাচে মাঠে নামছেন তা অনেকটাই নিশ্চিত। এখন টিম ম্যানেজমেন্ট ভাবছে, আরাফাত সানির জায়গায় কে নামবেন? সে ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ স্পিন অলরাউন্ডার নাসির হোসেনকে।
তবে বাঁ-হাতি স্পিনার সাকলাইন সজীব রোববার বিকেলে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তিনি যদি ফিট থাকেন সেই ক্ষেত্রে নাসিরকে না খেলিয়ে সাকলাইন সজীবকে খেলানো হতে পারে। অবশ্য তা নির্ভর করছে খেলার আগে ফিটনেস পরীক্ষার ওপর।
দীর্ঘ ভ্রমণের ধকল কাটিয়ে সাকলাইন ফিটনেস পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন কি না সেটাই এখন দেখার বিষয়।
এ ছাড়া অলরাউন্ডার শুভাগত হোম সাকলাইনের আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন, রোববার সকালে। টিম ম্যানেজমেন্ট সূত্র বলছে, বড় কোনো পরিবর্তন না আসলে এই ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কম।
নিয়মিত একাদশের দুই বোলার তাসকিন আহমেদ ও আরাফাত সানিকে এই ম্যাচে মাঠে নামাতে পারছে না বলে নতুন পরিকল্পনা সাজাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। বিশেষ করে স্ট্রাইক বোলার তাসকিনকে এই ম্যাচে না পাওয়াটা দলের জন্য একটা বড় ধাক্কা। তাই বাংলাদেশ আজ (সোমবার) এই দুই ক্রিকেটারের জন্যই মাঠে নামবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সাব্বির রহমান, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, মোহাম্মদ মিথুন, আল আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।