অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ নামবেন মুস্তাফিজ
এগিয়ে যাওয়াই জীবনের নাম। তাই তাসকিন আহমেদ আর আরাফাত সানির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরও কষ্ট চেপে রেখে মাঠে নামতে হবে বাংলাদেশ দলকে। আজকের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া।
তবে একটু আশার আলো দেখাচ্ছেন মুস্তাফিজুর রহমান। কারণ আজকের খেলার মধ্য দিয়ে দলে ফিরছেন তিনি। আজ সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় ভারতের বেঙ্গালুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
তাসকিনকে না পাওয়ার ধাক্কা মেনে নিতে না পারলেও জয়ের জন্যই আজ মাঠে নামবেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, তাসকিনের বোলিং অ্যাকশনে অবৈধ কিছু খুঁজে পাওয়া যায়নি, তা আইসিসির প্রতিবেদনে দেখা গেছে। শুধু তাঁর বাউন্সারেই নাকি সমস্যা ছিল। তারপরও তাঁকে নিষিদ্ধ করা হয়েছে। এটা তাঁর প্রতি অবিচার করা হয়েছে।
মাশরাফি বলেন, ‘আসলে এমন সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো নয়। তারপরও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে আমরা নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার জন্য প্রস্তুত।’
এদিকে, ফেভারিটের তকমা গায়ে লাগিয়েই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ রানে হেরে শুরুটা ভালো হয়নি স্টিভেন স্মিথের দলের। টি-টোয়েন্টিতে এখনো যেন নিজেদের গুছিয়ে নিতে পারেনি অসিরা।
অস্ট্রেলিয়ার এই এলোমেলো পরিস্থিতির ফায়দাটাই কাজে লাগাতে চান বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে কেমন প্রস্তুতি নিচ্ছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘সব দলের জন্যই আমাদের প্রস্তুতি একই রকম থাকে। অস্ট্রেলিয়া খুবই শক্ত প্রতিপক্ষ। কিন্তু এবার একটা বিষয় দেখছি। ওরা এখনো কম্বিনেশন দাঁড় করাতে পারেনি। যেটা সহজে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে দেখা যায় না। এটাই আমাদের সুবিধা।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত পর্ব শুরু হয়েছে পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে। ইডেন গার্ডেন্সের পিচ ঠিকঠাক বুঝতে না পারাই যে এই হারের অন্যতম কারণ তা স্বীকার করেছেন অধিনায়ক মাশরাফি। এবার বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে যেন এমন ভুল না হয়, সে জন্য পিচ কিউরেটরের সঙ্গে দীর্ঘ সময় আলাপ করেছেন মাশরাফি ও কোচ হাথুরুসিংহে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা সময়ও পেয়েছেন বেশ কিছুদিন। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাশরাফি বাহিনী আরো ভালো নৈপুণ্য দেখাতে পারবেন, এমন আশা নিয়েই অপেক্ষা করছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।