আইসিসির সিদ্ধান্তের বিরোধিতা করে বার্তা দিলেন খাজা
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে নতুন এক জুতা পরেছিলেন উসমান খাজা। অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছেন নিজের জুতায়। ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’— ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে এমন স্লোগানসংবলিত জুতা পরে পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্ট খেলতে চেয়েছিলেন খাজা। কিন্তু, সেটিকে অনুমোদন দেয়নি আইসিসি।
আইসিসির এই সিদ্ধান্তের বিরোধিতা করেন খাজা। নিজের এক্স অ্যাকাউন্টে আজ বুধবার (১৩ ডিসেম্বর) একটি ভিডিও পোস্ট করেন খাজা। সেখানে তিনি জানান, তিনি কোনো আইন ভাঙেননি। স্বাধীনতা একটি মানবিক অধিকার। তিনি মানবাধিকারের পক্ষে আওয়াজ তুলেছেন। আইসিসি যদি এটিকে ভিন্ন চোখে দেখে, সেটি তাদের ব্যাপার।
ভিডিওতে খাজা বলেন, ‘আমার জুতায় যা লিখেছি, সেটি কোনোভাবেই রাজনৈতিক নয়। আমি কারও পক্ষ নেইনি। আমার কাছে প্রতিটি প্রাণের মূল্য আছে। হোক সে ইহুদি, মুসলিম, হিন্দু কিংবা অন্য ধর্মের। ফিলিস্তিনে অসংখ্য শিশু প্রাণ হারাচ্ছে। যখন দেখি, আমার দুই কন্যার কথা ভাবি। তারা সেখানে থাকলে কী হতো! আইসিসির কাছে আমি আবেদন জানাব। চেষ্টা করব ম্যাচে যাতে এই জুতা পরে নামতে পারি।’
আইসিসির নিয়মানুযায়ী, সংস্থাটির অনুমতি ছাড়া কোনো ক্রিকেটার বা ম্যাচের দায়িত্বরত কর্মকর্তা কোনো ধরনের বার্তাসংবলিত পোশাক, খেলার সরঞ্জাম ব্যবহার করতে পারবেন না। এদিকে বছর দশেক আগে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে গিয়ে আইসিসির একই রকম বাধার মুখে পড়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলী। সেসময় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড অনুমতি দিলেও আইসিসির অনুমতি পাননি মঈন।
পার্থ স্টেডিয়ামে আগামীকাল মুখেমুখি হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া। মেলবোর্নে ২৬ ডিসেম্বর শুরু দ্বিতীয় টেস্ট। ৩ জানুয়ারি থেকে তৃতীয় টেস্ট হবে সিডনিতে।