র্যাঙ্কিংয়ে অবনতি সাকিবের
আঙুলের চোটের কারণে বিশ্বকাপের পর থেকেই দলের বাইরে সাকিব আল হাসান। আগামী ১৭ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। কিউইদের মাটিতে হওয়া সিরিজটি দিয়ে ফেরার প্রত্যাশা করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু, চোট পুরোপুরি সেরে না ওঠায় দলের সঙ্গে যেতে পারেননি তিনি। খেলেননি দেশের মাটিতে হওয়া টেস্ট সিরিজেও।
খেলার বাইরে থাকার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে আজ বুধবার (১৩ ডিসেম্বর) টেস্ট বোলারদের তালিকায় এক ধাপ পিছিয়েছেন সাকিব। ২৭ নম্বর অবস্থান থেকে পিছিয়ে বর্তমানে ২৮ নম্বরে আছেন তিনি। সাকিবকে পেছনে ফেলে তার জায়গায় উঠে এসেছেন শ্রীলঙ্কান বোলার রমেস মেন্ডিস। সাকিবের রেটিং পয়েন্ট ৫৬৬, মেন্ডিসের ৫৬৯।
সামনেই জাতীয় নির্বাচন। নির্বাচনি ব্যস্ততায় আছেন সাকিব। মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনি। নির্বাচনের পরই শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। চোট থেকে সেরে উঠলে বিপিএলে অংশ নেবেন সাকিব। তবে, দেশের এই ঘরোয়া লিগ খেললেও দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে আর অংশ নেবেন না বলে জানিয়েছেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয়।
আগামী বছর অনুষ্ঠেয় আইপিএলের নিলামে নাম দেননি সাকিব। ম্যানেজারকে বলে পিএসএল থেকেও সরিয়ে নিয়েছেন নিজেকে। এতে অবাক হয়েছে সবাই। বিষয়টি সাকিব নিজেই খোলাসা করলেন। গত ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে দেশটির আওয়ামী লীগের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকিব।
সেই অনুষ্ঠানে সাকিব বলেন, ‘আগামী আইপিএল খেলব না। ম্যানেজারকে বলেছি পিএসএল থেকেও নাম সরিয়ে নিতে। সামনের দিনগুলোতে দেশের হয়ে বেশি বেশি খেলতে চাই। জাতীয় দলকে সময় দিতে চাই। আগে যে ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতে খেলতাম, এখন হয়তো সেগুলো স্যাক্রিফাইস করব।’