ফের সেই জুতা পরেছেন খাজা
‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’— ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে এমন স্লোগানসংবলিত জুতা পরে পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্ট খেলতে চেয়েছিলেন উসমান খাজা। কিন্তু, সেটিকে অনুমোদন দেয়নি আইসিসি। আইসিসির এই সিদ্ধান্তের বিরোধিতা করে গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও দেন খাজা। অস্ট্রেলিয়ার ওপেনার খাজা ফের সেই জুতা পরেছেন।
পার্থে আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শুরু হয়েছে অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টেস্ট। ম্যাচে পরতে না পারলেও ম্যাচ শুরুর আগে অনুশীলনে ঠিকই সেই জুতা পরেই নামেন খাজা। এবার অবশ্য জুতার যে অংশে লেখাটি, সেখানে টেপ দিয়ে ঢেকে রাখেন তিনি। তবু, তার এমন অভিনব প্রতিবাদ সাড়া ফেলেছে ক্রিকেট দুনিয়ায়।
পার্থ টেস্টের প্রথমদিনে ব্যাট হাতেও উজ্জ্বল খাজা। প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে অসিরা তোলে ১১৭ রান। ৩৭ রানে অপরাজিত খাজা। ম্যাচ শুরুর আগে জুতা নিয়ে আলোচনায় এলেও মাঠের খেলায় জবাবটা দিচ্ছেন ব্যাট হাতে।
এর আগে কাল আইসিসি তাকে অনুমতি না দেওয়ায় এক্সে প্রকাশিত ভিডিওতে প্রতিবাদ জানান খাজা। তিনি বলেন, ‘আমি কোনো আইন ভাঙিনি। স্বাধীনতা একটি মানবিক অধিকার। মানবাধিকারের পক্ষে আওয়াজ তুলেছি। আইসিসি যদি এটিকে ভিন্ন চোখে দেখে, সেটি তাদের ব্যাপার। আমার জুতায় যা লিখেছি, সেটি কোনোভাবেই রাজনৈতিক নয়। আমি কারও পক্ষ নেইনি। আমার কাছে প্রতিটি প্রাণের মূল্য আছে। হোক সে ইহুদি, মুসলিম, হিন্দু কিংবা অন্য ধর্মের। ফিলিস্তিনে অসংখ্য শিশু প্রাণ হারাচ্ছে। যখন দেখি, আমার দুই কন্যার কথা ভাবি। তারা সেখানে থাকলে কী হতো!’