এবার ভিন্ন পন্থায় ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন খাজা
ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে দাঁড়াতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। সেজন্য নিজের জুতায় লিখেছিলেন ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান।’ পার্থে আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শুরু হয়েছে অস্ট্রেলিয়া-পকিস্তান প্রথম টেস্ট। ম্যাচের আগে অনুশীলনে এই জুতা পরে নামা খাজা চেয়েছিলেন এটি পরেই খেলতে। তবে আইসিসি তাকে অনুমতি দেয়নি।
জুতা পরে সমর্থনের অনুমতি না পেলেও থেমে থাকেননি খাজা। আজ তিনি মাঠে নেমেছেন কালো আর্মব্যান্ড পরে। শোকাহত গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে কালো আর্মব্যান্ড পরলেন তিনি। ম্যাচে ব্যাট হাতেও খারাপ খেলেননি অসি এই ওপেনার। করেছেন ৪১ রান।
এর আগে গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) বিশেষ জুতা পরে অনুশীলনে নামেন খাজা। কিন্তু আইসিসির নিয়মানুযায়ী, সংস্থাটির অনুমতি ছাড়া কোনো ক্রিকেটার বা ম্যাচের দায়িত্বরত কর্মকর্তা কোনো ধরনের বার্তাসংবলিত পোশাক, খেলার সরঞ্জাম ব্যবহার করতে পারবেন না। এদিকে বছর দশেক আগে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে গিয়ে আইসিসির একই রকম বাধার মুখে পড়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলী। সেসময় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড অনুমতি দিলেও আইসিসির অনুমতি পাননি মঈন।
এ প্রসঙ্গে অসি অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘আমার মনে হয়, এটি ক্রিকেট অস্ট্রেলিয়ার শক্তিশালী দিক যে দলের প্রত্যেকের নিজস্ব মতামত ও ভাবনা আছে। খাজার সঙ্গে এ প্রসঙ্গে কথা বলেছি। আমি মনে করি না, তার এটা নিয়ে কোনো হইচই করার উদ্দেশ্য ছিল। আমরা তার পাশে আছি।’