প্রার্থিতা ফিরে পেলেন শিল্পপতি আলম আহমেদ
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন।
আদালতে আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী। ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।
গতকাল সোমবার আলম আহমেদের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত বহাল রাখেন হাইকোর্ট। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।
গত ১৩ ডিসেম্বর আপিল শুনানিতে আলম আহমেদের প্রার্থিতা বৈধ করার আপিল আবেদন নামঞ্জুর করে ইসি। তার আগে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম যাচাই-বাছাইয়ের সময় ঋণখেলাপি হওয়ার কারণে স্বতন্ত্র প্রার্থী, কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা ও শিল্পপতি আলম আহমেদের মনোনয়নপত্র বাতিল করেন।
এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলটির সভাপতিমণ্ডলীর সদস্য বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।