রাজধানীতে বিএনপির লিফলেট বিতরণ
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে পক্ষে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বিএনপির নেতাকর্মীরা। আজ বুধবার (২৭ ডিসেম্বর) সকালে শান্তিনগর বাজারে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন বিএনপির সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূইয়া জুয়েল।
লিফলেট বিতরণের সময় নেতাকর্মীরা নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনকে সমর্থন দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
এ সময় স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক আসাদ মুরাদ তালুকদারসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।