বিএনপির আরও ২০ নেতাকর্মীর কারাদণ্ড
বিএনপির ২০ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজধানীর খিলক্ষেত থানায় করা নাশকতার মামলায় আজ বুধবার (২৭ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন।
বিচারক রায়ে ২০ জনের মধ্যে ১৩ জনকে দণ্ডবিধির পৃথক দুই ধারায় দুই বছর করে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি প্রত্যেক আসামিকে ছয় হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দুই ধারার সাজা একইসঙ্গে চলবে বিধায় আসামিরা দুই বছরের কারাভোগ করবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— হাজী এস এম ফজলুল হক, আক্তার হোসেন, মোবারক হোসেন দেওয়ান, জহির উদ্দিন বাবু, মিজানুর রহমান রেনু, সোহরাব হোসেন স্বপন, সৈকতুল ইসলাম, শামসুল আলম ওরফে চঞ্চল, মজনু দর্জি, রেজাউল মেম্বার, মুজিবর মেম্বার, নজরুল ইসলাম ও আ. করিম।
নথি থেকে জানা গেছে, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে খিলক্ষেত থানায় মামলাটি করে। পুলিশ তদন্ত শেষে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি ও সাক্ষ্য শেষে আজ বিচারক রায় দেন।
গত ২৮ অক্টোবরের পর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ৬০ দিনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৩ হাজার ৪৬০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময়ে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ৬৮৪টি মামলা দায়ের করা হয়েছে। আর গত ১৬ সপ্তাহে দলের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে দলের এক হাজার ৪৮২ নেতাকর্মীর।