আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না শেখ হাসিনা : ওবায়দুল কাদের
মহান সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে ভয় পান না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জনগণ আমাদের শক্তি। কারও হুমকি-ধামকিতে শেখ হাসিনা ও শেখ রেহেনা মাথানত করে না। আগামী ৭ জানুয়ারি খেলা, বিপুল ভোটে খেলা হবে।’
বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনি জনসভায় আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির দফা সরকার হঠাও। তারা যে আন্দোলনের ডাক দিয়েছে, তা আগুন সন্ত্রাস। ৩২ দলের ২৮ দফাও ভুয়া। বিএনপির একদফা পল্টনের খাদে। তারা ভুয়া, ভুয়া। ৩২ দল ও বিএনপির আন্দোলন ভুয়া। খেলা হবে, খেলা হবে। জোরদার খেলা হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘ইশতেহার ঘোষণার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন—অতীতে যদি কোনো ভুল করে থাকি, সামনে সে ভুল সংশোধন করব। তবে, ক্ষমতার দাপটে নেতারা তা স্বীকার করে না, কিন্তু শেখ হাসিনা স্বীকার করেছেন। এখানে বঙ্গবন্ধুর কন্যা বসে আছেন। তার হাতে বিজয়ের লাল সূর্য পতাকা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা লক্ষ্যে পৌঁছাব।’