শেখ হাসিনাকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়ানের অভিনন্দন
পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়ান।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এক চিঠিতে অভিন্দন বার্তা পাঠান লি কিয়ান।
এতে চীনের প্রধানমন্ত্রী বলেন, ‘চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বন্ধুত্ব ও ঘনিষ্ঠ সহযোগিতার উন্নয়ন অংশীদার।’
লি কিয়ান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বাংলাদেশ রাজনৈতিক ক্ষেত্রে পারস্পরিক আস্থা গভীর করেছে এবং বেল্ট অ্যান্ড রোড সহযোগিতার কার্যকর ফলাফল অর্জন করেছে।
চীনের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক মঙ্গলজনক সহযোগিতা বাড়াতে এবং চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বকে আরও বিকশিত করতে আপনাদের সঙ্গে কাজ করতে চাই। যাতে আমাদের উভয় দেশ ও দেশের জনগণ আরও ভালোভাবে উপকৃত হয়।’