রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আইনজীবীসহ দুজনের মৃত্যু
রাজধানীর হাতিরঝিল ও কাকরাইল মোড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আইনজীবীসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী জাহিদুল মিয়া (২৪)। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার মো. মহিউদ্দিনের ছেলে। অপরজন হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোকলেসুর রহমান (৭৫)। তার বাড়ি কুমিল্লা দেবিদ্বারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিরঝিলে প্রাইভেটকারের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী জাহিদুল মিয়ার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিনগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাহিদুলের বন্ধু সৌরভ হোসেন (২৯) আহত হয়েছেন।
আহত সৌরভ হোসেনের স্ত্রী ইসরাত জাহান গণমাধ্যমকে জানান, সৌরভ হোসেন এবং তার বন্ধু জাহিদুল মিয়া হাতিরঝিল এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সৌরভের নিজের মোটরসাইকেলে করে জাহিদুলকে নিয়ে তারা স্থানীয় থানায় একটি কাজে যাচ্ছিলেন। এমন সময় হাতিরঝিলে একটি প্রাইভেটকার পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, জাহিদুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর সৌরভকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
এদিকে, রাজধানীর কাকরাইল মোড়ে বাস ধাক্কায় সুপ্রিম কোর্টের আইনজীবী মোকলেসুর রহমান (৭৫) নিহত হন।
নিহতের ছেলে শরীফ ইবনে রহমান গণমাধ্যমকে বলেন, তারা সবুজবাগের বাসাবো মুগদাপাড়া এলাকায় থাকেন। তার বাবা পুরানা পল্টনে নিজ চেম্বারে বসতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।