বিএনপির সঙ্গে বৈঠক করল এনডিআই ও আইআরআই
নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির সঙ্গে বৈঠক করেছে এনডিআই ও আইআরআই- এর প্রতিনিধিরা। গতকাল বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
বৈঠকে নেতৃত্ব দেন বিএনপি স্থায়ী কমিটি করা ড. আব্দুল মঈন খান, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী।
এনডিআই ও আইআরআই প্রতিনিধিদের মধ্যে ছিলেন, নাতাশা রথচাইল্ড, ক্রিস্পিন কাহেরু, মারিয়াম তাবাতাদজে, নেনাদ মারিনোভিক ইভো পেন্টচেভ ও কাজী শহীদুল ইসলাম।