তনু হত্যার গ্রেপ্তারের দাবিতে আশুলিয়ায় মানববন্ধন ও গণস্বাক্ষর
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সাভারের আশুলিয়ায় মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
আজ শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনবগর জাতীয় স্মৃতিসৌধের সামনে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বৃন্তর উদ্যোগে গণ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে এ সময় গণ-বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁরা সরকারের কাছে অবিলম্বে তনু হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ২০ মার্চ বিকেলে কুমিল্লা সেনানিবাসে সোহাগী জাহান তনু (২০) বাসার কাছে টিউশনি করতে বের হন। এরপর তিনি নিখোঁজ হন। পরের দিন সোমবার সকালে বাড়ির কাছ থেকেই তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সোহাগী ওই কলেজের থিয়েটারের কর্মীও ছিলেন। তাঁর বাবা মো. ইয়ার হোসাইন কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ছিলেন। সে সুবাদে সোহাগীরা অনেক দিন ধরেই সেনানিবাসের অলিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন।