ওলামা দলের বিভিন্ন পদে রদবদল
জাতীয়তাবাদী ওলামা দলের বিভিন্ন পদে ব্যাপক রদবদল করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ওলামা দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজাকে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহমুদুল হাসান শামীম ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আবু বকর শিবলীকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে।
দলের আহ্বায়ক অধ্যক্ষ শাহ মোহা. নেছারুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির কয়েকটি শূন্য পদে নতুনভাবে পদায়ন করা হয়েছে। তারা হলেন—যুগ্ম আহ্বায়কের শূন্য পদে ক্বারী গোলাম মোস্তফা, অধ্যাপক খায়রুজ্জামান রঞ্জু, মাওলানা আবু বকর চাখারী, মাওলানা মো. নাসির উদ্দিন, হাফেজ মো. জসিম উদ্দিন, হাফেজ রফিকুল ইসলাম, হাফেজ আবদুর রহিম, মাওলানা মো. মাসুম বিল্লাহ, হাফেজ মো. নুরুল হক, মাওলানা রফিকুল ইসলাম আসলামী, মাওলানা আব্দুল জব্বার শাকিল, মাওলানা মো. তাজউদ্দিন, হাফেজ কুতুব উদ্দিন, মাওলানা আবু সাঈদ মো. আনোয়ার হোসেন ও মাওলানা শাহাদাত হোসেন সবুজ।
ঢাকা উত্তর ও দক্ষিণের নতুন কমিটি
ওলামা দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুনভাবে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবে হাফেজ জাহাঙ্গীর আলম চৌধুরী ও মুফতি রিয়াজুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যুগ্ম আহ্বায়ক হলেন—মাওলানা মো. আশরাফ আলী, মাওলানা তানভীর আহমেদ, মাওলানা মো. আশরাফ আলী, মাওলানা মো. ফরহাদ হোসেন হিজবুল্লাহ, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা আব্দুস শহীদ, মাওলানা মীর হোসেন, মুফতি আশরাফুল আলম, মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ নায়েব আলী, মাওলানা নিজাম উদ্দিন মিসবাহ, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আবদুল আজিজ, মুফতি মাওলানা আহমেদ সালেহ তাউসিফ, মাওলানা সাবিথ ইমরান, মাওলানা আনিসুর রহমান, হাফেজ মাওলানা ইবারহিম, মাওলানা কবির হোসেন ও মাওলানা সাঈদ আহমেদ।
এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে মাওলানা আলমগীর হোসেন খলিলী ও মাওলানা তাজুল ইসলামকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন যথাক্রমে মাওলানা শফিকুল ইসলাম সজিব, মাওলানা মো. আতিকুল ইসলাম, হাফেজ মাওলানা নূরে আলম, হাফেজ জিয়াউল হাসান, মাওলানা আব্দুল হাই, মাওলানা সোহরাব হোসেন, হাবিবুর রহমান, হাফেজ মোহাম্মদ আলী ও হাফেজ মো. মিজানুর রহমানকে মনোনীত করা হয়েছে।
ওলামা দল থেকে অব্যাহতি
ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহমুদুল হাসান শামীম ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আবু বকর শিবলীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের কারণে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে ওলামা দলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।