শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প শুরুর তারিখ জানাল বিসিবি
শেষের পথে বিপিএলের এবারের আসর। আর মাত্র চার ম্যাচের অপেক্ষা, এরপরই পর্দা নামছে দেশের ক্রিকেটের অন্যতম জৌলুসপূর্ণ এই টুর্নামেন্টের। দেড় মাসব্যাপী বিপিএলের পর বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। কেননা, দরজায় কড়া নাড়ছে শ্রীলঙ্কা সিরিজ। সেই সিরিজের প্রস্তুতি নিতে বিপিএলের মাঝপথেই শুরু হবে টি-টোয়েন্টি দলের ক্যাম্প।
গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি বিপিএলের প্লে-অফের প্রথম দিনই টুর্নামেন্টের বাইরে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা অনুশীলন শুরু করবেন। প্রথম তিনদিন অনুশীলন হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্লে-অফের আগে ছিটকে যাওয়া এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তানজিম হাসান সাকিবরা থাকছেন শুরুর দিকের ক্যাম্পে।
২৬ ফেব্রুয়ারি মিরপুরে প্লে-অফের এলিমিনেটরে লড়বে ফরচুন বরিশাল-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স। স্বাভাবিকভাবেই এই চার দলে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা শুরুর দিন ক্যাম্পে থাকবেন না। টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে আগামী ২৯ ফেব্রুয়ারি সিলেটে যাবে বাংলাদেশ দল। বিপিএলের ফাইনালে ওঠা দুই দলের ক্রিকেটাররা সিলেটে যোগ দেবেন ২ মার্চ। এরপর ৪ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আন্তর্জাতিক দলগুলির সফরে যে মাঠকে সবসময় সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় বরাবরই, সেই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামেই এবার কোনো ম্যাচ রাখা হয়নি। মার্চ-এপ্রিলে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি, তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের সব ম্যাচই হবে চট্টগ্রাম ও সিলেটে। একইসময়ে দেশের মাঠে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। যে কারণে প্রথমবার কোনো পূর্ণাঙ্গ সিরিজে মিরপুরে রাখা হয়নি ছেলেদের ম্যাচ।