জেলা বিএনপির সভাপতিসহ ৬০ নেতাকর্মীকে আগাম জামিন
নাশকতার ছয় মামলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ দলের ৬০ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
পরে আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকা জেলার দোহার থানায় তিনটি, নবাবগঞ্জ থানায় একটি ও গুলশান থানায় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দায়ের করে পুলিশ।