সাড়ে ২০ কোটির কামিন্সকে অধিনায়ক বানাল হায়দরাবাদ
গত বছরের নভেম্বরে ভারতকে উড়িয়ে নিজেদের ষষ্ঠ শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। সেই বিশ্বকাপ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অধিনায়ক প্যাট কামিন্সের। বিশ্বকাপ জেতার পর যেন কপাল খুলে গেছে এই অজি পেসারের। আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করার পর এবার অধিনায়কত্বের দায়িত্বও পেলেন কামিন্স।
আজ সোমবার (৪ মার্চ) এক বিবৃতির মাধ্যমে এইডেন মার্করামকে সরিয়ে কামিন্সকে নতুন অধিনায়ক করে হায়দরাবাদ। আইপিএলে এর আগে কখনোই অধিনায়কের দায়িত্ব পালন করেননি কামিন্স। তবে ২০২৩ সালের বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়াকে ষষ্ঠ শিরোপা উপহার দেওয়ার পর থেকে একজন চৌকস ও দক্ষ অধিনায়ক হিসেবে সবার নজরে আসেন এই ডানহাতি পেসার। যার ফলশ্রুতিতে ২০২৪ আইপিএলের নিলামে কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে টেনেছে ২০১৬ আসরের শিরোপাজয়ীরা।
২০২৩ সালের আসরে আইপিএল থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন কামিন্স। আন্তর্জাতিক খেলায় মনোযোগ বাড়াতেই এমনটি করেছিলেন অজি অধিনায়ক। সেখানে সফলও হয়েছেন তিনি। তার হাত ধরেই রেকর্ড ষষ্ঠ শিরোপা জেতে অজিরা।
২০১৬ সালে একবারই শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল হায়দরাবাদ। এরপর গত কয়েক আসরে প্লে-অফে উঠেও শিরোপা জেতা হয়নি দলটির। মাঝে ২০১৮ আসরে ফাইনাল খেললেও চেন্নাইয়ের সঙ্গে পেরে ওঠেনি ফ্র্যাঞ্চাইজিটি।