র্যাব সবসময় নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছে : প্রধানমন্ত্রী
মানুষের অধিকার সংরক্ষণে যারা কাজ করেছে তাদের ওপর কীভাবে স্যাংশন আসে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, র্যাব সবসময় নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছে।
আজ বুধবার (৬ মার্চ) র্যাবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের অধিকার সংরক্ষণে যারা কাজ করেছে তাদের ওপর কীভাবে স্যাংশন আসে। স্যাংশন কখনো এক তরফা হয় না, দরকার হলে আমরাও স্যাংশন দিতে পারি।’
পবিত্র রমজান মাসে র্যাবের নজরদারি বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘রমজান সংযমের মাস, কিন্তু এই মাসে কিছু অসাধু ব্যবসায়ী অসংযমী হয়ে ওঠে। এই অসাধু ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’