আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন ইংলিশ ক্রিকেটার
আর মাত্র সপ্তাহখানেকের অপেক্ষা, এরপরই মাঠে গড়াবে আইপিএলের ১৭তম আসর। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে আসন্ন আসর থেকে নিজের নাম সরিয়ে নিলেন ইংলিশ ক্রিকেটার হ্যারি ব্রুক। দাদির মৃত্যুতে শোকে স্তব্ধ হওয়া পরিবারকে সময় দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ব্রুক।
গতকাল বুধবার (১৩ মার্চ) নিজের ইনস্টাগ্রামে এক বিবৃতিতে বিষয়টি জানায় ব্রুক। দিল্লি ক্যাপিটালসকে উদ্দেশ্য করে ব্রুক বলেন, ‘আমি দিল্লির জার্সিতে খেলতে মুখিয়ে ছিলাম। আমার এই সিদ্ধান্ত পুরোপুরি ব্যক্তিগত। আপনারা জানেন, কিছুদিন আগে আমি আমার দাদিকে হারিয়েছি। সে আমার অনেক বড় শক্তির জায়গা ছিল। আমি শৈশবে অনেক সময় কাটিয়েছি তার সঙ্গে। আমি খুশি যে সে অনন্ত আমাকে ইংল্যান্ডের জার্সিতে খেলতে দেখেছে।’
ব্রুক আরও যোগ করেন, ‘গত কয়েক বছরে খেলার ব্যস্ততার কারণে আমি তার সঙ্গে থাকতে পারিনি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে আমাকে জানানো হয় দাদি অসুস্থ। পরবর্তীতে জানতে পারি তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমি এখনও তরুণ, আশা করি লম্বা সময় ইংল্যান্ডের জার্সিতে সার্ভিস দিতে পারব।’
উল্লেখ্য, গত আইপিএলের নিলামে সাড়ে ১৩ কোটি রুপিতে ব্রুককে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। যদিও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। তাই এবার নিলামে তাকে ছেড়ে দেয় দলটি। যেখানে চার কোটি রুপিতে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।