তনু হত্যার বিচার দাবিতে ঢাবিতে ধর্মঘট চলছে
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা ধর্মঘট পালন করছেন। আজ রোববার সকাল ৭টা থেকে ধর্মঘট শুরু হয়। চলবে দুপুর ১২টা পর্যন্ত।
ধর্মঘট পালনের কারণে ঢাবিতে কোনো ক্লাস হচ্ছে না। তবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৭টায় ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের কলাভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, কার্জন হল, এনেক্স ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। পরে এসব জায়গা থেকে সরে কলাভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
শাহবাগে অবরোধ শেষে গত ২৯ মার্চ সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ঢাবি ছাত্রী উজমা তাজরিন এ ধর্মঘটের ঘোষণা দেন।
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের একটি কালভার্টের পাশে তনুর লাশ পাওয়া যায়। ধর্ষণের পর তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তনু হত্যার প্রতিবাদে সারা দেশেই বিক্ষোভ হচ্ছে। তনু হত্যা মামলার তদন্ত প্রথমে পুলিশ, পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সব শেষে অপরাধ তদন্ত ব্যুরোকে (সিআইডির) দেওয়া হয়। এরই মধ্যে কয়েক দফায় তনুর বাবা-মা ও ভাইকে জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।