নির্ভুল সিদ্ধান্ত দিতে আইপিএলে নতুন প্রযুক্তি
আর মাত্র একদিনের অপেক্ষা। এরপরই মাঠে গড়াবে আইপিএলের ১৭তম আসর। টুর্নামেন্টকে ঘিরে এরইমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা। দর্শকদের কাছে আইপিএলকে আরও আকর্ষণীয় করে তোলার পাশাপাশি নির্ভুল সিদ্ধান্ত দিতে নতুন প্রযুক্তি আনছে আয়োজকরা।
নতুন সেই প্রযুক্তির নাম স্মার্ট রিপ্লে সিস্টেম (এসআরএস)। আইপিএলে এর আগে কখনও এমন প্রযুক্তির দেখা মেলেনি। অবশ্য আইপিএলে নতুন হলেও দ্য হানড্রেড টুর্নামেন্টে ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে এই আধুনিক প্রযুক্তি। এই প্রযুক্তির সহায়তায় নির্ভুলভাবে ম্যাচ পরিচালনা এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন আম্পায়াররা।
জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, স্মার্ট রিপ্লে সিস্টেমে টিভি আম্পায়ার এবং হক আই অপারেটর একই রুমে বসবেন। এতে যেকোনো ঘটনার ফুটেজ দেখে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন টিভি আম্পায়ার। এর আগে হক আই অপারেটর এবং টিভি আম্পায়ারদের মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজ করতেন টিভি ব্রডকাস্টার। এতে আলাদা আলাদা করে সঠিক ফুটেজ দেখে সিদ্ধান্ত নিতে সময় লাগত আম্পায়ারদের। নতুন এই প্রযুক্তিতে একই সময়ে দুটি ফুটেজ দেখার সুযোগ পাবেন টিভি আম্পায়ার।
শুধু তাই নয়, অতীতে মাঠের চারদিকে ক্যামেরা না থাকায় সব ধরণের অ্যাঙ্গেলের ফুটেজ পাওয়া যেত না। এর ফলে ক্লোজ ক্যাচের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হতো আম্পায়ারদের। তবে, এখন থেকে আর তেমনটা আর হওয়ার সুযোগ নেই। মাঠের চারদিকে ৮টি করে হক আই ক্যামেরা থাকবে। এতে সব ধরনের অ্যাঙ্গেলের ফুটেজ পাওয়া যাবে। যা আম্বায়ারদের নির্ভুল সিদ্ধান্ত নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।