তনু হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ন্যক্কারজনক
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বক্তব্য ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন প্রগতিশীল ছাত্রজোটের প্রধান সমন্বয়ক আশরাফুল আলম।
আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আশরাফুল এ কথা বলেন।
আশরাফুল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ধর্ষকদের আরো বেশি উৎসাহিত করে। তিনি বলেন, গতকাল শনিবার তনু হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যক্কারজনক বক্তব্য দিয়েছেন। তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বলেছেন, এ রকম দু-একটি ঘটনার কারণে আইনশৃঙ্খলা বাহিনী দুর্বল হয়ে যায়নি। রাষ্ট্রের এই দায়িত্বহীন বক্তব্যের কারণে ধর্ষকরা আরো উৎসাহিত হচ্ছে।
সোহাগী জাহান তনুর হত্যার প্রতিবাদ এবং সুষ্ঠু তদন্তের দাবিতে সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের ডাকা ছাত্র ধর্মঘটের পরিস্থিতি জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন থেকে ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্রজোটের প্রধান সমন্বয়ক বলেন, ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘেরাও কর্মসূচিতে বাধা দেওয়া হলে সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলা হবে। সরকার ধর্ষকদের পক্ষে অবস্থান নিলে ছাত্রসমাজ সরকারের বিপক্ষে অবস্থান নেবে।
আশরাফুল বলেন, ‘তনু হত্যার বিচারের দাবিতে গত দুই সপ্তাহ আমরা আন্দোলন করে আসছি। আজকে সারা দেশে স্বতঃস্ফূর্ত ধর্মঘট পালিত হয়েছে। সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ আন্দোলনে অংশগ্রহণ করেছে। কিন্তু সরকার এ ঘটনার বিচার করতে আন্তরিক নয়। খুনিদের গ্রেপ্তারে কোনো অগ্রগতি নেই।’
সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্যর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।