টুর্নামেন্ট-সেরা কোহলি, সর্বোচ্চ রান তামিমের
ওয়ার্ল্ড টি-টোয়েন্টির টুর্নামেন্ট-সেরা নির্বাচিত হয়েছেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। কলকাতার ইডেন গার্ডেন্সে ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর রোববার রাতে এ ঘোষণা দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদিও টুর্নামেন্টের সর্বোচ্চ রান করেছেন বাংলাদেশের তামিম ইকবাল।
পুরো টুর্নামেন্টে পাঁচ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২৭৩ রান করেন কোহলি। গড় ১৩৬ দশমিক ৫। এর মধ্যে তিনি তিনটি ফিফটি করেছেন। সেমিফাইনালে সর্বোচ্চ ৮৯ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আইসিসির নির্বাচক প্যানেল সর্বসম্মতভাবে তাঁকেই বেছে নিয়েছে। প্যানেলে রয়েছেন ইয়ান বিশপ, নাসের হুসেইন, মেল জোনস, সঞ্জয় মাঞ্জরেকার ও লিসা স্থালেকার।
পুরস্কার নিতে অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও বার্তা পাঠিয়েছেন বিরাট কোহলি। এতে তিনি বলেন, ‘ফাইনালে যেতে না পেরে এবং নিজ দেশে টি-টোয়েন্টি জিততে না পেরে যদিও আমি হতাশ, তবে টুর্নামেন্ট-সেরা নির্বাচিত হওয়ায় আমি গর্বিত।’
টুর্নামেন্টে কোহলি নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩, পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৫৫, বাংলাদেশের বিপক্ষে ২৪, অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ৮২ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৮৯ রান করেন।
এদিকে, ছয় ম্যাচে ৭৩ দশমিক ৭৫ গড়ে তামিম ইকবালের সংগ্রহ ২৯৫। এর মধ্যে তাঁর সর্বোচ্চ ১০৩, যেটি টুর্নামেন্টেরও সর্বোচ্চ ইনিংস।
ফাইনালে ইংল্যান্ডকে চার উইকেটে হারিয়ে ট্রফি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। মারলন স্যামুয়েলস ৬৬ বলে অপরাজিত ৮৮ রান করায় ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন।