যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সাকিবের ঈদ
জাতীয় দলের খেলা ব্যস্ততা নেই। ঢাকা প্রিমিয়ার লিগেও বিরতি। এই সুযোগটা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন সাকিব আল হাসান। সেই পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করছেন দেশসেরা ক্রিকেটার।
বাংলাদেশ থেকে সাকিব অবশ্য আগে যান সৌদি আরবে। সেখানে ওমরাহ পালন করেন। এরপর ওমরাহ শেষে সেখান থেকেই উড়াল দেন যুক্তরাষ্ট্রে। আমেরিকাতেই ঈদের নামাজ পড়েন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।
যুক্তরাষ্ট্র থেকে কালই ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব। নিজের ফেসবুক পাতায় এক পোস্টে তিনি লিখেছেন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! এই আনন্দের দিন আপনার জন্য শান্তি, সমৃদ্ধি এবং অফুরন্ত রহমত নিয়ে আসুক।’
আজ ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। নিজের পারিবারিক ছবি পোস্ট করে ভক্তদের শুভেচ্ছা জানান তিনি। যুক্তরাষ্ট্র থেকে দ্রুতই ফেরার কথা রয়েছে সাকিবের। কারণ, সামনেই জিম্বাবুয়ে সিরিজ। দেশে ফিরে দেশের জার্সিতে জিম্বাবুয়ে সিরিজ খেলার কথা রয়েছে তার।