‘রইস’ শেষ করলেন শাহরুখ
‘বানিয়ে কি দিমাগ, মিয়াভাই কি ডেয়ারিং’, এমনই এক ঝাঁঝালো সংলাপ দিয়ে জানান দিয়েছিলেন শাহরুখ, ‘রইস’ নিয়ে আসছেন তিনি। এ বছরের অন্যতম আলোচিত ছবি এটি, কারণ শাহরুখকে এখানে দেখা যাবে খল চরিত্রে। এনডিটিভির খবর থেকে জানা গেল, ছবির কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে।
কাজ শেষ হয়ে গেলেও ‘রইস’-এর শুটিংয়ের সেট আর সময়গুলো খুব মিস করছেন শাহরুখ। টুইট করে নিজেই দিয়েছেন কাজ সমাপ্তির সংবাদ। ‘রইস শেষ করলাম। সামান্য প্যাচওয়ার্ক হয়তো বাকি থাকতে পারে। সময়গুলো আর হাসিগুলো খুব মিস করছি। খুবই ভালো একটা শুটিং ইউনিট ছিল, সবাইকে ধন্যবাদ আর ভালোবাসা।’
এই টুইটের প্রত্যুত্তর দিয়েছেন খোদ ‘রইস’ পরিচালক রাহুল ঢোলাকিয়া, ছোট্ট করে বলে দিয়েছেন—‘তুমিই সেরা’!
‘রইস’ ছবির শুরুতে শাহরুখ খানের দেখা মিলবে এক বেপরোয়া মদ ব্যবসায়ীর চরিত্রে, সেখান থেকে তিনি হয়ে উঠবেন প্রতাপশালী রাজনীতিবিদ। এই ছবিতে শাহরুখ ছাড়াও দেখা যাবে নওয়াজ উদ্দিন সিদ্দিকীকে। শাহরুখের বিপরীতে অভিনয় করবেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান, এই ছবি দিয়েই বলিউডে অভিষেক হতে যাচ্ছে তাঁর।
একটি আইটেম গানে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে বলিউড সেনসেশন সানি লিওনকে। আশির দশকের বিখ্যাত ‘লায়লা ও লায়লা’ গানের সঙ্গে তাল মিলিয়ে নতুন করে নাচবেন তাঁরা।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই ছবি ৩ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।