আইপিএলে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিরক্ত রোহিত
২০২৩ সালে যখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম চালু করা হয় তখন রোমাঞ্চের সৃষ্টি হয়েছিল। এই নিয়ম অনুযায়ী দলগুলো মূল একাদশের বাইরে পাঁচজনকে বদলি হিসেবে রাখতে পারবে এবং এই পাঁচজনের মধ্যে একজনকে একাদশের যে কারও পরিবর্তে খেলানো যাবে। যা নিয়ে বেশ বিরক্ত ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মা।
সম্প্রতি ক্লাব প্রেইরি ফায়ার পডকাস্টে রোহিতের কাছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম সম্পর্কে জানতে চেয়েছিলেন। সেই প্রশ্নের উত্তরে রোহিত বলেছেন, ‘ইমপ্যাক্ট সাব নিয়মের আমি ভক্ত নই। এটা অলরাউন্ডারদের পেছনে টেনে ধরবে, আর দিন শেষে ক্রিকেটে ১১ জনের খেলা, ১২ জনের নয়। আশপাশের মানুষের জন্য বিনোদনমূলক করার জন্য আপনি খেলা থেকে অনেক কিছু নিয়ে নিচ্ছেন। শিবম দুবে, ওয়াশিংটন সুন্দররা বল করছে না, যেটা আমাদের জন্য ভালো নয়। সত্যি বলতে আমি এর ভক্ত নই। তবে এটা বিনোদনমূলক।’
এই বিষয়ে গিলক্রিস্ট বলেন, ‘এটা বিনোদন যোগ করেছে। এটা মূলত দর্শকদের জন্যই। টি-টোয়েন্টি ক্রিকেট সফল কারণ, এটা ক্রিকেটের মূল বিষয়ের সঙ্গে আপস করেনি। এটা ১১ বনাম ১১ জনের খেলা, একই মাঠ, ফিল্ড রেস্ট্রিকশনও সমান, অর্থাৎ কোনো চমকের প্রয়োজন হয়নি। সম্ভবত এটা ভবিষ্যতের জন্য নয়।’
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, আইপিএল যত বিস্তৃত হয়েছে বৈশ্বিক টুর্নামেন্টে রোহিত, বিরাটরা তত পিছিয়ে পড়তে শুরু করেছেন; ইমপ্যাক্ট প্লেয়ারের মত রঙিন নিয়ম এই পিছিয়ে পড়াকে হয়তো আরো ত্বরান্বিত করবে। কারণ ধীরে ধীরে সাধারণ ভক্ত-সমর্থকদেরাও বুঝতে পারছে সুপার সাব নিয়মের অসুবিধাগুলো।