দেশে ফিরেই যে কারণে নিজ এলাকায় সাকিব
সাকিব আল হাসান দেশে ফিরেছেন হুট করেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হান্নান সরকার গতকাল রোববার (২৮ এপ্রিল) জানিয়েছিলেন, সাকিব দেশে ফিরবেন ৩০ এপ্রিল। তবে, গতকাল রাতেই ঢাকায় রাখেন তিনি। সেখান থেকে আজ সকালে পৌঁছান মাগুরা।
সকাল সাড়ে ১১টায় মাগুরায় যান সাকিব। জেলা প্রশাসকের কার্যালয়ে দীর্ঘ সময় থাকেন। সরকারি কিছু প্রকল্পে তার স্বাক্ষর বাকি ছিল। যে কারণে একদিন আগেই দেশে ফিরে আসা। কাজ শেষে বিকেলে যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন সাকিব।
গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে দল ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশ স্কোয়াডে নেই সাকিব। জাতীয় দলে না থাকলেও সাকিব থাকবেন ক্রিকেটেই। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলবেন শেখ জামালের হয়ে। আগামীকাল মঙ্গলবার শেখ জামালের জার্সিতে ঢাকা আবাহসীর বিপক্ষে মাঠে নামবেন সাকিব।
দলে থাকা না থাকা নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রে সাকিব বলেন, ‘মানুষ ভাবে আমি নিজের মতো সিদ্ধান্ত নিই। আসলে তেমনটা নয়। যা করার কোচ ও নির্বাচকদের সঙ্গে কথা বলে তারপর করি। জিম্বাবুয়ে সিরিজের বিষয়ে আগেই জানিয়ে রেখেছি। ডিপিএলে দুই ম্যাচ খেলে জাতীয় দলে যোগ দেব। এতে আমার প্রস্তুতিটাও ভালো হবে।’
সাকিব কথা বলেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও। আগামী ১ জুন থেকে শুরু হবে এবারের বিশ্বকাপ। বাংলাদেশের সম্ভাবনা কেমন, সেই প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমরা বিশ্বকাপ জিতব এমন কথা বলতে পারব না। আমরা এমন এক দল, ভালো খেললে একদম ওপরে উঠে যাই। খারাপ খেললে অধঃপতন হতেই থাকে। এটি আমাদের ক্রিকেট দলের সমস্যা। আমরা মাঝামাঝি ব্যালেন্স করে চলতে পারি না। তা ছাড়া, বিশ্বকাপ খেলে অনেক দল। আলোচনা হয় পাঁচ-ছয়টি দল নিয়ে, যারা নিয়মিত শিরোপা জেতে বা জেতার সামর্থ্য রাখে।’