গভীর সংকটে মা-মাটি-মানুষ : রিজভী
আওয়ামী লীগ ও তাদের দোসররা ছাড়া প্রতিটি জনগণ আজ ভয়াবহ শ্বাসরুদ্ধকর পরিস্থিতি অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ শুক্রবার (৩ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গভীর সংকটে পতিত হয়েছে মা-মাটি-মানুষ।
রিজভী বলেন, পাশ্ববর্তী দেশের প্রকাশ্য মদদে গত ৭ জানুয়ারি গণবিবর্জিত ডামি নির্বাচনের পর দেশে প্রতিষ্ঠা করা হয়েছে এক ব্যক্তির স্বৈরশাসন, শেখ হাসিনার বেপরোয়া উদ্ভ্রান্ত স্বেচ্ছাচারিতা। এক গভীর সংকটে পতিত হয়েছে মা-মাটি-মানুষ।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ ও তাদের দোসররা ছাড়া জনগণ আজ ভয়াবহ শ্বাসরুদ্ধকর পরিস্থিতি অতিক্রম করছে। বিনাভোটে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে শেখ হাসিনা সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনীতি, অর্থনীতি, ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে ধ্বংস করছে।
গণতন্ত্রকামী জনগণের ভোটাধিকার আজ বিপন্ন উল্লেখ করে নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রীয় ক্ষমতার দীর্ঘায়িত প্রক্রিয়ায় অংশীদার হওয়ার চেয়ে আপনাদের জন্য জনগণের ভালোবাসায় ধন্য হওয়া অনেক বেশি গৌরবের, অনেক বেশি সম্মানের। শহীদ জিয়ার সৈনিক হিসেবে দেশনেত্রীর কর্মী হিসেবে আমাদের মনে রাখা প্রয়োজন, দেশের স্বার্থের সঙ্গে আপস করলে স্বাধীনতার ঘোষককে প্রাণ দিতে হতো না।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুস, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, তারিকুল আলম তেনজিং, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।