যে কারণে টিকে গেলেন লিটন
ছন্দে নেই লিটন কুমার দাস। জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে ছিলেন দলের বাইরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে লিটন সুযোগ পান কি না, সেটি ছিল অন্যতম বড় প্রশ্ন। সংশয় কাটিয়ে আজ মঙ্গলবার (১৪ মে) বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াডে জায়গা হয়েছে লিটনের।
লিটন কেন টিকে গেলেন, এমন প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে। তিনি জানান, ব্যাটিংয়ের চেয়ে লিটনের কিপিংকে গুরুত্ব দিয়ে তাকে দলে নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক বলেন, ‘লিটন ফর্মে নেই। তার ঘাটতি আছে। তবু, আমরা তার ওপর আস্থা রেখেছি। ব্যাটিং নিয়ে সে কাজ করছে। তবে, যে ব্যাপারটা বেশি গুরুত্ব পেয়েছে সেটি হলো ওর কিপিং দক্ষতা। উইকেটরক্ষক হিসেবে তার সামর্থ্যের বিষয়টি বিবেচনায় এসেছে। আইসিসির নিয়ম অনুযায়ী আমাদের অন্তত দুইজন কিপার রাখতে হতো স্কোয়াডে (আরেকজন জাকের আলি অনিক)। প্রত্যাশা করছি, লিটন বিশ্বকাপে ছন্দে ফিরবে।’
এর আগে লিটনকে নিয়ে কাজ করার কথা বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গত ৫ মে পাপন বলেছিলেন, ‘লিটনকে তো আমরা সবসময়ই প্রতিভাবান হিসেবে জানি। অনেকদিন ধরে সে ছন্দে নেই। জালাল ভাইয়ের (জালাল ইউনুস) সঙ্গে কথা হয়েছে। আমাদের যিনি ব্যাটিং কোচ তাকে বলা হয়েছে লিটনের ওপর একটু বিশেষ নজর দিতে, সমস্যাটা কোথায় বের করতে। আশা করা ছাড়া তো কিছু বলার নেই।’