পাকিস্তান অতীত, লিটনের চোখ ভারত সিরিজে
দুই যুগের টেস্ট ইতিহাসে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন পাকিস্তানকে সিরিজ হারানো। পাকিস্তানকে তাদের মাটিতে ধবলধোলাই করবে বাংলাদেশ, সেটি ভাবনার বাইরে ছিল। অসম্ভবকে সম্ভব করে চারিদিকে প্রশংসা ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল।
পাকিস্তানকে সিরিজ হারানোর পেছনে লিটন দাসের অবদান অনস্বীকার্য। বিশেষত, দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যাটিং যখন খাদের কিনারায়, দলকে টেনে তোলেন লিটন। তার ১৩৮ রানের ইনিংসে দল পায় এগিয়ে যাওয়ার রসদ। সেই লিটনই মনে করেন, পাকিস্তান সিরিজ এখন অতীত হয়ে গেছে। মিরপুরে সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এমনটিই জানান তিনি।
লিটন বলেন, ‘আমরা পাকিস্তানে খুব ভালো ক্রিকেট খেলেছি। আমার মনে হয় এটা অতীত হয়ে গেছে। এটা নিয়ে কথা না বললে ভালো হয়। পাকিস্তান থেকে আমরা কিছুটা আত্মবিশ্বাস পেয়েছি। কিন্তু, ভারতের বিপক্ষে যখন তাদের মাটিতে খেলব, তারা সবসময় ভালো দল। আমি বলব না, খুব চ্যালেঞ্জিং হবে না, আবার খুব সহজও হবে না। ভারতের চেনা পরিবেশ, র্যাঙ্কিংয়েও ওপরে। সিরিজটা চ্যালেঞ্জিং হবে।’
চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছে বাংলাদেশ দল। মিরপুরে কঠোর অনুশীলনে ঝরাচ্ছে ঘাম। সবচেয়ে বড় যে ব্যাপার, আত্মবিশ্বাস—সেটি পুরো দলের মাঝে ছড়িয়ে আছে। কোনো একটি সিরিজের আগে, নির্দিষ্ট করে বললে ভারতের মতো দলের বিপক্ষে খেলতে যাওয়ার আগে এতটা প্রত্যয় দেখা যায়নি বাংলাদেশের মধ্যে। লিটন যতই অতীত বলুন পাকিস্তান সিরিজকে, সেখান খেকে পাওয়া অদম্য মানসিকতাই সাহস যোগাবে বাংলাদেশকে।