মেহেরপুরে কারাগারে বিএনপির সাবেক সাংসদ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুর ১টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহিদ উদ জামান এ আদেশ দেন। এদিন অরুণের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নাকচ করেন।
এর আগে আজ ভোরে মেহেরপুর শহরের নিজ বাড়ি থেকে অরুণকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, একটি নাশকতার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুস্তাফিজুর রহমান জানান, ২০১৩ সালে সরকারবিরোধী আন্দোলনের সময় বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ ও সড়কের পাশে গাছ কাটার ঘটনায় সদর থানায় কয়েকটি মামলা করে পুলিশ। এর মধ্যে দুটি মামলায় মাসুদ অরুণ আসামি ছিলেন। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বাইরে ছিলেন তিনি। তবে জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।