টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত-পাকিস্তান!
টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। আগামী ২ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে বিশ্বকাপের নবম আসর। ২০০৭ সালে প্রথম আসরের ফাইনাল খেলেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। রোমাঞ্চকর শেষ ওভারে পাকিস্তানকে পাঁচ রানে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। এরপর আর ভারত-পাকিস্তান ফাইনাল হয়নি।
ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ মনে করছেন, এবারের আসরে আবারও ভারত-পাকিস্তান ফাইনাল অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলছে এমনটাই। প্রতিবেদন মতে কাইফ বলেন, ‘গ্রুপপর্বেই ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। তবে, আমার মনে হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী শেষ ম্যাচে ফের মুখোমুখি হবে। ফাইনালে শিরোপার লড়াইয়ে তারাই খেলবে। দুদল ঠিকঠাক গ্রুপপর্ব আর নকআউট পার করতে পারলে ভক্তরা আরেকটি সেরা ম্যাচ দেখতে পারবে।’
এর আগে, যুক্তরাষ্ট্রের নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে গ্রুপপর্বের সবচেয়ে বড় ও আকর্ষণীয় ম্যাচ, ভারত-পাকিস্তান লড়াই। যে লড়াইয়ে কেবল জয়-পরাজয় থাকে না। সেসব ছাপিয়ে বড় হয়ে ওঠে মর্যাদা, অহং ও ঐতিহ্য। ক্রিকেটাররাও মুখিয়ে থাকেন প্রতিপক্ষকে বিধ্বস্ত করতে।
কাইফ ভারতের সঙ্গে পাকিস্তানকে ফাইনালে রাখলেও কিংবদন্তি ব্রায়ান লারা দলটিকে সেমিফাইনালেই রাখেননি। বিশ্বকাপের আগে নিজের পছন্দের সেমিফাইনালিস্টদের কথা জানিয়েছেন লারার। সাবেক এই ক্যারিবিয়ান কিংবদন্তি নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজকে তালিকায় রেখে সেরা চার বানিয়েছেন তিনি। তার মতে, আসন্ন বিশ্বকাপের শেষ চারে খেলবে—ওয়েস্ট ইন্ডিজ, ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। চতুর্থ দল হিসেবে তিনি আফগানিস্তানকে রেখেছেন, যা বিস্ময়ের জন্ম দিয়েছে।