সেই লিটনেই ভরসা বাংলাদেশের
লম্বা সময় ধরে ব্যাটে রান নেই। বাজে ফর্মের কারণে বাদ পড়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে। কিন্তু অভিজ্ঞতা আর কিপিংয়ের জোরের লিটন দাসের ঠাই মিলে গেছে বিশ্বকাপের দলে।
বিশ্বকাপের যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে রানে ফিরতে বড় সুযোগ পাচ্ছেন লিটন। ডানহাতি এই ব্যাটারকে নিয়েই যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ দল।
লিটন ফেরায় একাদশে নেই তানজিদ তামিম। তাকে আজ বিশ্রামে রেখেছে বাংলাদেশ। এ ছাড়া জায়গা হারিয়েছেন তানভীর ইসলাম।
লিটন ছাড়াও বিশ্রাম কাটিয়ে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। যিনি জিম্বাবুয়ে সিরিজে ছুটিতে ছিলেন।
কদিন পরেই শুরু হবে বিশ্বকাপ অভিযান। তার আগে প্রস্তুতির পরীক্ষাটা শুরু স্বাগতিক দের যুক্তরাষ্ট্রের বিপক্ষে। বিশ্বকাপের আগে আজ মঙ্গলবার (২১ মে) থেকে শুরু বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের মধ্যকার তিন ম্যাচের সিরিজ।
টেক্সাসের গ্র্যান্ড প্রিয়ারে স্টেডিয়ামে ম্যাচটিতে স্বাগতিকদের বিপক্ষে টসে হেরেছে বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাটিং করবে নাজমুল হোসেন শান্তর দল।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।