টি-টোয়েন্টিতে ছোট দল বলতে কিছু নেই : সাকিব
যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপের আগে স্রেফ প্রস্তুতির অংশ হিসাবে সিরিজ খেলছে বাংলাদেশ। কিন্তু সেই সিরিজেই লজ্জায় মাথা তুলতে পারছেন না শান্ত-সাকিবরা। পারফরম্যান্স হ-য-ব-র-ল! এমনকি তাদের ব্যাটিং দেখে উপায় নেই যে, দেশটি ক্রিকেটের পুরোনো। বরং দাপট দেখি সিরিজ জিতে নিল যুক্তরাষ্ট্র। তারা দেখিয়ে দিল কীভাবে আগ্রাসী ক্রিকেট খেলতে হয়। কীভাবে জিততে হয়! তিন ম্যাচের সিরিজে একটি বাকি থাকতেই ২-০ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা।
শেষ গতকাল রাতে বাংলাদেশকে হারের লজ্জা দিয়েছে ক্রিকেটের এই নবীন দল। যুক্তরাষ্ট্রের কাছে এমন হারের পর সাকিব জানালেন, যুক্তরাষ্ট্র নবীন ও দুর্বল হলেও হালকাভাবে দেখার কিছু নেই।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, ‘বিশ্বকাপে কোনো সহজ ম্যাচ নেই। বিশ্বকাপে চাপ থাকবে, নার্ভ ধরে রাখতে হবে। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে সব ম্যাচ গুরুত্বপূর্ণ। কাউকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।’
দলের পারফর্মের জন্য আলাদা কাউকে দোষ দেননি সাকিব। তিনি পুরো দলবেই এই ব্যর্থতার দায় দিয়েছেন, ‘ক্রিকেট দলগত খেলা। সবাইকে দায়িত্ব নিতে হবে এখানে। কাউকে দোষ দিতে চাই না আমি। টি-টোয়েন্টিতে আসলে আপনাকে সবকিছুতে ভালো করতে হবে সব দলের সাথে। এখানে ছোট দল বড় দল নেই। গত ২ ম্যাচ এটাই প্রমাণ হয়েছে ইউএসএ এর পারফরম্যান্সে।’
সাকিবের আরও বলেন, ‘টি-টোয়েন্টিতে সব দলই সমান। আমি ওয়েস্ট ইন্ডিজ-এ ও নেপালের খেলা দেখেছি তারা ভালো খেলেছে। আয়ারল্যান্ড-স্কটল্যান্ড ভালো খেলছে। আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে পাকিস্তান। টি-টোয়েন্টিতে খেলা যে কারও হতে পারে। নির্দিষ্ট দিনে যে ভালো করবে সে জিতবে। এখানে কোনো কিছু হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ১-২ ওভারেই খেলা ঘুরে যায় এখানে। সবসময় এখানে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে আপনাকে।’