ছক্কা মারতে বোলার নন, বল দেখেন রিশাদ
অল্প সময়ে বাংলাদেশ দলে নিজের জায়গা করে নিয়েছেন রিশাদ হোসেন। বোলিং অলরাউন্ডার রিশাদ ব্যাট হাতেও দলের অন্যতম ভরসা। লোয়ার মিডল অর্ডারে কিংবা শেষ দিকে সংগ্রহ বড় করতে তাঁর দিকে তাকিয়ে থাকে দেশ। পাশাপাশি বল হাতে দারুণ করছেন এই স্পিনার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে। দেশ ছাড়ার আগে বিশ্বকাপে নিজের স্বপ্নের কথা জানিয়েছিলেন রিশাদ। কথা বলেছিলেন ব্যাটিং প্রসঙ্গে। সেসব নিয়ে আজ সোমবার (২৭ মে) একটি ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে রিশাদ জানান, ছক্কা মারার সময় বোলার নন, তিনি বল দেখেন।
রিশাদ বলেন, ‘সব ব্যাটারই চায় বড় বড় শট খেলতে। আমিও চাই বাউন্ডারির দিকে মারতে। যখন ছক্কা মারি, বোলার বা অন্য কিছু দেখি না। শুধু চাই বল দেখে মারতে।’
বিশ্বকাপে নিজের স্বপ্নের কথা জানিয়ে রিশাদ আরও বলেন, ‘যখন আমরা মাঠে নামি, একটা দেশ হয়ে নামি। সবাই আমরা চেষ্টা করি এক থাকার জন্য। বিশ্বকাপে সুযোগ পাওয়া স্বপ্নের মতো। আমি চেষ্টা করব নিজ সামর্থ্যের সবটুকু দিতে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন দিক থেকেই সেরাটা দিতে হবে।’
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের ভিন্ন কন্ডিশন ভোগাতে পারে বাংলাদেশকে। তবে, সেসবে নজর না দেওয়াটাই ভালো বলে মনে করেন রিশাদ। তাঁর মতে, ‘পরিস্থিতি যেমনই হোক, আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে হবে। আমার মনে হয় কন্ডিশন নিয়ে না ভাবাই ভালো। মাঠে গিয়ে দেখা যাবে, উইকেট কেমন।’