ভারতের কাছে পরাজয়ের কারণ জানালেন শান্ত
যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে বাংলাদেশের নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ ছিল ভারতের বিপক্ষে ম্যাচটি। এ ম্যাচেও ব্যাটারদের ব্যর্থতায় ৬০ রানের বড় ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। এমন পরাজয়ের পর মুখ খুললেন অধিনায়ক শান্ত।
গতকাল শনিবার (১ জুন) ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক বলেন,‘আমাদের ব্যাটিং আমরা ভালো করিনি, কিন্তু আমি মনে করি মূল ম্যাচে আমরা আরও ভালো করবো। আমরা অতীত নিয়ে ভাবছি না, সামনে আমাদের আগ্রাসী ক্রিকেট খেলতে হবে।’
শান্ত আরও যোগ করেন, ‘আমরা জানি আমাদের সামর্থ্য কতটা? তাসকিন আর ফিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা যখন ফিরে আসবে, তখন ভিন্ন খেলা হবে। আমরা সবাই প্রথম ম্যাচ খেলতে মুখিয়ে আছি। আশা করছি ভালো কিছুই হবে।’
এই ম্যাচে বোলিং করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। শরিফুল প্রসঙ্গে শান্ত বলেন, 'সে এখনও হাসপাতালে পর্যবেক্ষণে আছে, সে ফিরে আসবে আশা করি।’
উল্লেখ্য, বিরাট কোহলিকে বিশ্রাম দিলেও প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৮২ রান করেছে ভারত। কিন্তু বাংলাদেশ দলের ব্যাটিংয়ের সেই পুরোনো ছবিটাই দেখা গেল। রান তাড়ায় ১০ রানে ৩ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে তোলে ৯ উইকেটে ১২২ রান।