এম এ মান্নানের মেয়র পদ আপিল বিভাগেও বহাল
আপিল বিভাগেও বহাল থাকল গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের পদ। মান্নানকে বরখাস্তের বিষয়ে সরকারের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে মেয়র পদ ফিরে পেতে আর কোনো বাধা থাকল না তাঁর।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
মান্নানের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ১১ এপ্রিল মান্নানকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির কাছে আবেদন করলে চেম্বার আদালত কোনো আদেশ না দিয়ে শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন। আজ আপিল বিভাগ শুনানি শেষে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
এর আগে গত বছরের ১৯ আগস্ট মেয়র এম এ মান্নানের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (সিটি করপোরেশন-২ শাখার) সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামানের সই করা এক প্রজ্ঞাপনে তাঁকে বরখাস্তের আদেশ দেওয়া হয়।
মান্নানকে বরখাস্তের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘তাঁর (মান্নান) বিরুদ্ধে জয়দেবপুর থানায় করা ফৌজদারি মামলার অভিযোগপত্র গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ২০১৫ সালের ১২ মে গৃহীত হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সালের ৬০ নম্বর আইন)-এর ধারা ১২-এর উপধারা (১) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়র বা কাউন্সিলরের বিরুদ্ধে ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হলে তাঁকে সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে। এই ক্ষমতাবলে এম এ মান্নানকে সাময়িক বরখাস্ত করা হলো।’
পরে বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন মেয়র মান্নান।
গত বছরের ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলার মামলায় ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।