বৃষ্টিতে বন্ধ ওয়েস্ট ইন্ডিজ-পাপুয়া নিউগিনি ম্যাচ
টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিং দিয়ে নিজেদের প্রথম ম্যাচ শুরু করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আজ রোববার (২ জুন) ক্যারিবিয়ানদের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি (পিএনজি) ১৩৬ রানে শেষ করে তাদের ইনিংস। জয়ের লক্ষ্যে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। ১০ বল খেলা হতেই নামে বৃষ্টি। এতে সাময়িক বন্ধ হয়ে যায় ম্যাচটি। যদিও এ সময়ে এক উইকেট হারিয়ে আট রান তোলে ক্যারিবিয়ানরা।
এর আগে ২০ ওভারে আট উইকেটে ১৩৬ রান করে পিএনজি। আগে ব্যাটিংয়ে নামা পাপুয়া নিউগিনি মাত্র সাত রানে হারায় দুই উইকেট। রোমারিও শেফার্ডের বলে দুই রান করে আউট হন টনি উরা। আকিল হোসেইনের বলে বোল্ড হয়ে এক রানে সাজঘরে ফেরেন লেগা সিয়াকা। পিএনজি অধিনায়ক আসাদা ভালা ২২ বলে ২১ রান করেন। দলকে কিছুটা টেনে নেন। আলজারি জোসেফের শিকার হন তিনি।
পিএনজিকে একাই টেনে নিয়ে যান ব্যাটার সিসি বাউ। উইকেট আগলে রেখে অর্ধশতক তোলেন তিনি। ৪২ বলে ফিফটিতে পৌঁছান সিসি। এরপর যদিও টিকে থাকতে পারেননি। ফিফটি করার পরের বলেই তার উইকেট তুলে নেন জোসেফ। বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন সিসি। তবে, তার ইনিংসে ভর দিয়ে নবাগত দলটি পায় দলীয় রান ১০০ পার করার সাহস।
কিপলিন ডোরিগা ও চাঁদ সোপারের ব্যাটে চড়ে শেষ দিকে আরও কিছু রান সংগ্রহ করে পিএনজি। ৯ বলে ১০ রান করে আন্দ্রে রাসেলের বলে বোল্ড হন চাঁদ। ডোরিগার ব্যাট থেকে আসে ১৭ বলে অপরাজিত ২৫ রান।
ক্যারিবিয়ানদের পক্ষে রাসেল ও জোসেফ নেন দুটি করে উইকেট।