বিশ্বকাপের প্রাইজমানি বেড়ে দ্বিগুণ, বাংলাদেশ পাবে কত?
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই যেন চার-ছক্কার ফুলঝুরিতে দর্শকদের বিনোদনের চাহিদা পূরণ। আধুনিক ক্রিকেটে অন্য দুই সংস্করণের চেয়ে টি-টোয়েন্টিই এখন দর্শকদের কাছে বেশি জনপ্রিয়। তাই ক্রিকেটের মারকাটারি এ সংস্করণের বিশ্বকাপ এলেই দেশে দেশে বেজে ওঠে দামামা; দেখা মেলে নানা আয়োজন, উৎসাহ ও উদ্দীপনার।
এই উদ্দীপনার সঙ্গে বাড়ল প্রাইজমানির পরিমাণও। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বেড়ে দ্বিগুণ হয়েছে। এক বিবৃতিতে সোমবার (৩ জুন) খবরটি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলমান আসরের জন্য মোট এক কোটি ১২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। যা গত দুই আসরে ছিল ৫৬ লাখ ডলার করে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ২৪ লাখ ৫০ হাজার ডলার। গত দুই আসরে যা ছিল ১৬ লাখ ডলার করে। এবার রানার্স-আপ দল পাবে ১২ লাখ ৮০ হাজার ডলার।
সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলকে দেওয়া হবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার করে। সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার করে।
প্রথমবারের মতো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০ দল। এর মধ্যে নবম, দশম, একাদশ ও দ্বাদশ স্থানে থেকে আসর শেষ করা দলগুলো পাবে ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার করে। আর ১৩ থেকে ২০তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দলগুলো পাবে ২ লাখ ২৫ হাজার ডলার করে।
সেই অনুসারে বাংলাদেশ দল শুধু অংশগ্রহণের জন্যই পাবে পাবে ২ লাখ ২৫ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ আড়াই কোটি টাকার বেশি। যদি গ্রুপ পর্বে একটি ম্যাচও জেতে তাহলে বাড়বে এই টাকার পরিমাণ।
কেননা ম্যাচ জয়ের জন্য প্রতিটা দল পাবে ৩১ হাজার ১৫৪ ডলার করে। সেক্ষেত্রে ম্যাচ জিতলে ৩১ হাজার ১৫৪ ডলার করে বাড়তি পাবে বাংলাদেশ।
গত ২ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ম্যাচ হবে ৫৫টি। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৯ জুন।