চারটি হেলিকপ্টার পাচ্ছে বিজিবি
বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ হচ্ছে চারটি হেলিকপ্টার। পিলখানায় কমান্ডার্স কনফারেন্সে যোগ দিয়ে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ বুধবার সকালে পিলখানায় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাছে পেয়ে বিজিবির সক্ষমতা বাড়াতে দাবি জানান বাহিনীটির শীর্ষ কর্মকর্তারা।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বাহিনীটির সফলতার কয়েকটি দিক তুলে ধরেন। এ সময় বিজিবির শীর্ষ দুই পদে র্যাংক পরিবর্তন এবং ক্ষতিপূরণ বিষয়ে বিবেচনার আশ্বাস দেন মন্ত্রী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ও যশোরের রিজিয়ন কমান্ডার ও বিজিবির উপমহাপরিচালক।