চোট কাটিয়ে ফিরেই তাসকিনের ব্রেক থ্রু
চোটের কারণে বিশ্বকাপ খেলারই কথা ছিল না তাসকিন আহমেদের। সেই তাসকিনই বিশ্বকাপে বাংলাদেশকে এনে দিলেন প্রথম ব্রেক থ্রু। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কুশল মেন্ডিসকে বিদায় করে বাংলাদেশকে স্বস্তি এনে দিলেন এই ডানহাতি পেসার।
নিজের প্রথম ওভারে বল করতে এসে প্রথমে কুশল মেন্ডিসের হাতে দুই চার হজম করেন তাসকিন। তৃতীয় বলেই বাজিমাত। ডানহাতি পেসারের ডেলিভারিতে বোল্ড হয়ে ১০ রানে বিদায় নেন মেন্ডিস।
ফিরেছেন তাসকিন, যেমন হলো বাংলাদেশ একাদশ
বিশ্বকাপের ঠিক মুহূর্তে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের মাঝপথে চোট পেয়ে ছিটকে যান তাসকিন আহমেদ। এক পর্যায়ে শঙ্কা জাগে বিশ্বকাপ যাওয়ার সম্ভাবনা নিয়েও। তবে, চোটে পড়া তাসকিনকেই সুস্থভাবে ফিরে পাওয়ার আশায় বিশ্বকাপের দেশে নিয়ে যায় বাংলাদেশ।
বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়েছে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই তাসকিনকে পেয়েছে বাংলাদেশ। তবে, আরেক পেসার শরিফুল ইসলাম নেই চোটের কারণেই। শ্রীলঙ্কার বিপক্ষে তিন পেসার ও এক লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে একদশ সাজিয়েছে বাংলাদেশ।
ব্যাটিংয়ে বারবার ব্যর্থ হওয়া লিটন দাস ও সৌম্য সরকারেই আস্থা রেখেছে বাংলাদেশ। তবে, ওপেনিংয়ে আছেন তানজিদ তামিম।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগে বোলিংয়ে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপ গড়িয়েছে দিন ছয়েক পার হয়ে গেছে। এরই মধ্যে ম্যাচ হয়ে গেছে ১৪টি। তবে, বাংলাদেশি ভক্তদের বিশ্বকাপ আমেজ শুরু বলা চলে আজ শনিবার (৮ জুন) থেকে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
টেক্সাসের ডালাসের গ্র্যান্ড স্টেডিয়ামে বিশ্বকাপের ১৫তম ম্যাচটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতেছে বাংলাদেশ। টস জিতে যথারীতি আগে বোলিং বেছে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ১২টি ম্যাচের। যার প্রতিটিতেই টস জিতে ফিল্ডিং করা দল সাফল্য পেয়েছে। তাইতো একই পথে হেঁটেছে লাল-সবুজের দলও।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচ। তাদের জন্য ম্যাচটি বিশ্বকাপে টিকে থাকারও। দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম ম্যাচ হারায় চাপে আছে দলটি। আজ কোনোভাবে বাংলাদেশের কাছে হারলে রীতিমতো বিদায়ের ঘণ্টাও বেজে যেতে পারে লঙ্কানদের। এই বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশকে লঙ্কানরা যে এক চুল পরিমাণও ছাড় দেবে না সেটা বলার অপেক্ষা রাখে না।