পাকিস্তানের অবিশ্বাস্য হার, বাবরদের ধুয়ে দিলেন সাবেক ক্রিকেটাররা
ক্রিকেটে পাকিস্তান দলের আরেকটি নাম ‘দ্য আনপ্রেডিক্টেবল’। মানে তাদেরকে নিয়ে আগে থেকে কোনও পূর্বাভাস দেওয়া যায় না। জেতা ম্যাচ হেরে যেতে পারে, আবার খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে জয়ের হাসি হাসতে পারে। ভারতের বিপক্ষে যার প্রমাণ মিলল আরও একবার। জয়ের বন্দরে থাকা দলটিই কি না, পেল হারের স্বাদ। এমন অবিশ্বাস্য হার মেনে নিতে পারছেন না সাবেক ক্রিকেটাররা।
শোয়েব আখতার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ম্যাচ দেখে হতাশ ও দুঃখিত। সারা দেশ মর্মাহত। দেশের জার্সি পরে নামা মানে দেশকে গর্বিত করার সুযোগ পাওয়া। এই সুযোগ হেলায় হারাল পাকিস্তান। জয়ের জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে হয়। আমার মনে হয় পাকিস্তান জেতার যোগ্য দলই নয়।’
আরেক সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনুস বলেন, ‘বুমরাহ সত্যিকারের কিংবদন্তি। গত বছর ওয়ানডে বিশ্বকাপে আহমেদাবাদের মাটিতে ও একই জায়গায় নিখুঁত বল করেছিল। মাঠ পাল্টে গেলেও ওর সেই অভ্যাস কিন্তু পাল্টায়নি। এখানেও নিখুঁত লাইন লেংথে বল রেখে পাকিস্তানকে হারিয়ে দিল।’
এর আগে অধিনায়ক বাবর আজ়ম হারের জন্য দায়ী করেন ব্যাটারদের। ম্যাচশেষে বাবর বলেন,‘‘আমি মনে করি তারা শেষ দশ ওভারে ভালো বোলিং করেছে। আমরা মাত্র ১২০ রান তাড়া করছিলাম। প্রথম ১০ ওভারে ভালো অবস্থানে ছিলাম। কিন্তু এরপরই টানা উইকেট হারিয়েছে। আমাদের পরিকল্পনা ছিল যে এক-দুই রান করে নিব এবং খারাপ বল পেলে মারব। কিন্তু এই সময়ে আমরা অনেক বেশি ডট বল খেলি। যা আমাদের চাপে ফেলে।’
বাবর আরও যোগ করেন, ‘আমরা নিচের সারির ব্যাটারদের থেকে খুব বেশি কিছু আশা করতে পারিনা। আমরা প্রথম ৫-৬ ওভারে ভালো অবস্থানে ছিলাম। পিছ দেখেও অস্বাভাবিক মনে হয়নি। বল খুব ভালোভাবে ব্যাটে আসছিল। কিছুটা স্লে ছিল যদিও। কিছু বল অতিরিক্ত বাউন্স করছিল। আসলে ড্রপ ইন পিচ, তাই এমনটা প্রত্যাশিত।’