বাজে আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ? মুখ খুললেন হৃদয়
ফের একবার বাজে আম্পায়ারিংয়ের বলি হলো বাংলাদেশ? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে রান তাড়ায় নেমে স্বাচ্ছন্দ্যে ব্যাট করছিলেন তাওহিদ হৃদয়। তার আউটসহ গুরুত্বপূর্ণ সময়ে বিতর্কিত ডেড বলের নিয়মে কপাল পুড়েছে বাংলাদেশের। ম্যাচের পর এই বিষয়ে কথা বলেন এই হার্ডহিটার ব্যাটার।
বিতর্কের শুরু ম্যাচের ১৭তম ওভারে। প্রোটিয়া ডানহাতি পেসার ওটেনিল বার্টম্যানের একটি ডেলিভারি ফ্লিক করতে গেলে প্যাডে লাগে মাহমুদউল্লাহর। আবেদন হলে আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউ নেয় বাংলাদেশ। পরবর্তীতে রিভিউতে দেখা যায়, বল লেগস্টাম্প মিস করেছে। ফলে মাহমুদউল্লাহ বেঁচে যান।
অবশ্য তার প্যাডে লেগে বল বাউন্ডারি পার হয়ে গিয়েছিল। লেগবাই ৪ রান পেত বাংলাদেশ। কিন্তু আম্পায়ার শুরুতে আউট দেওয়ায় বল ডেড হয়ে সেই ৪ রান বাতিল হয়ে যায়। আর বাংলাদেশ ম্যাচও হারে ৪ রানেই। আর ডেডবলের এই নিয়ম নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।
পরবর্তীতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে হৃদয় বলেন, 'আইসিসি কী নিয়ম করেছে সেটা তো আমার হাতে নেই। কিন্তু ওই সময় ওই চারটা রান খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। আম্পায়াররাও মানুষ, ভুল হতেই পারে। তবে আমাদের আরও দুই-একটা ওয়াইড ছিল দেয়নি।'
হৃদয় আরও যোগ করেন, 'এখানে এমন ভেন্যুতে খেলা। রান হচ্ছে লো স্কোরিং ম্যাচ। সেই জায়গায় একটা দুটো রান অনেক বড় ফ্যাক্ট। আমার কাছে মনে হয়, ওই চারটা রান বা দুইটা ওয়াইড ক্লোজ কল ছিল। এমনকি আমার আউটটাও আম্পায়ার্স কল ছিল। এই জায়গাগুলো উন্নতি করতে হবে। আইসিসি যে নিয়ম করেছে, তাতে তো আমাদের হাত নেই।’