সুপার এইটে যেতে পাকিস্তানের সামনে এখন যে সমীকরণ
বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের। প্রথম দুই ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে আগেই। তাতে বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কা তৈরি হয়েছে দলটির। এমতবস্থায় কানাডাকে হারিয়ে আসরে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার পাশাপাশি শেষ আটে লড়াইয়ে টিকে রইল বাবররা।
গতকাল মঙ্গলবার (১১ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের 'এ' গ্রুপের ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৬ রান করে কানাডা। জবাবে ১৫ বল হাতেই রেখেই জয়ের বন্দরে নোঙ্গর করে পাকিস্তান।
ভারতের বিপক্ষে হারের পরই সমীকরণ কঠিন হয়ে যায় পাকিস্তানের। তবে, আশা এখনও টিকে রয়েছে দলটির। পাকিস্তানের কাছে হেরে শেষ আটের দৌড় থেকে প্রায় ছিকে গেছে কানাডা। ভারত দারুন ছন্দে থাকায় লড়াইটা এখন পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের ভেতর। আজ রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে যুক্তরাষ্ট্র। এই ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে শেষ আটে, হারলে করতে হবে অপেক্ষা।
সমীকরণ অনুযায়ী, পাকিস্তান শেষ আটে যেতে চাইলে যুক্তরাষ্ট্রকে তাদের পরের দুই ম্যাচই হারতে হবে। সেক্ষেত্রে মাত্র দুই ম্যাচ জিতেই শেষ আটে যাওয়ার সুযোগ থাকবে পাকিস্তানের। তবে, নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। শুধু জিতলেই হবে না, এগিয়ে থাকতে হবে নেট রানরেটের ব্যবধানেও।
আর যদি আজ যুক্তরাষ্ট্র জিতে যায় তবে লড়াইটা হবে ভারত ও পাকিস্তানের মধ্যে। তখন নিজেদের শেষ ম্যাচে ভারত জয় কিংবা ড্র করলেই পৌঁছে যাবে সুপার এইটে। আর হারলে সম্ভাবনা বাড়বে বাবরদের। সেক্ষেত্রে শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে হারানোর পাশাপাশি ভারতকে পেছনে ফেলতে হবে নেট রানরেটেও। কিন্তু আপাতদৃষ্টি এই দ্বিতীয় সমীকরণকে অসম্ভব মনে হচ্ছে ভক্তদের।