প্রত্যেকটি চিনিকলকে লাভজনক করা হবে : শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, দেশের প্রত্যেকটি চিনিকলকে লাভজনক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আর কোনোভাবেই চিনিকলগুলো লোকসানে থাকবে না। চিনিকল আর করপোরেশনের ওপর নির্ভরশীল থাকবে না, করপোরেশন আপনাদের কাছ থেকে নিয়ে চলবে।
আজ রোববার সন্ধ্যায় ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের আখচাষি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে আরো বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য মনোজ কুমার সাহা, আখচাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ্জাহান আলী বাদশা, চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক হামিদুর রহমান প্রমুখ।
সমাবেশে শিল্পমন্ত্রী বলেন, এই সরকার কৃষিতে ভর্তৃকি দিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। পাটকল ও চিনিকলগুলোকে প্রণোদনাসহ নতুন নতুন প্রকল্প চালু করে লোকসান থেকে লাভজনক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফরিদপুর চিনিকলকে লাভজনক করতে আখমাড়াইয়ের পাশাপাশি বায়োগ্যাস ও জৈব সার উৎপাদন প্রকল্প চালু করার উদ্যোগ নেওয়া হবে।
চিনিকলের শ্রমিক-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, মাড়াই মৌসুম ছাড়া বাকি সময় মিল বন্ধ থাকে, সে সময়েও শ্রমিক-কর্মচারীদের বেতন দিতে হয়। ফলে লোকসানের বোঝা বাড়তেই থাকে। বন্ধ থাকা অবস্থায় ওভারটাইম মজুরি না নেওয়ার জন্য তিনি শ্রমিক-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।